

দাগ
- 13+
- ২০২২
- ১ ঘণ্টা ২০ মিনিট
ডাস্টবিনে এক নবজাতক পাওয়া যায়। দায়িত্বরত ওসি আলমগীর ঘটনাস্থলে এসে বাচ্চাটাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নাম–পরিচয়হীন বাচ্চাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সন্তানহীন অনেক দম্পতি বাচ্চাটাকে দত্তক নিতে আবেদন করেন আদালতে। সিলেক্টেড দম্পতিদের মধ্যে থেকে সঠিক হাতে নবজাতককে তুলে দিতে তদন্তের দায়ভার পড়ে ওসি আলমগীরের ওপর। তদন্ত করতে করতে নিজের বাচ্চাকে হারানোর যন্ত্রণার অতীত মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর ভেতরে। এদিকে দৃশ্যপটে হাজির হয় নবজাতকের গর্ভধারিণী মা। বাচ্চাটিকে কেন ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে? আর কারা হবে এই বাচ্চার মা–বাবা? বাচ্চাটার পরিণতিই–বা কী হবে?