background

তাণ্ডব

  • 16+
  • ২০২৫
  • ২ ঘণ্টা ৮ মিনিট

দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেলের অফিসে হামলা করে একদল মুখোশধারী আততায়ী। জিম্মি করে অফিসের কর্মী ও ইন্টারভিউ দিতে আসা বিশিষ্ট মন্ত্রীকে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এই আততায়ীদের মাস্টারমাইন্ডের পরিচয় খুঁজতে ব্যস্ত, তখনই টেলিভিশনের লাইভ প্রোগ্রামে সেই মাস্টারমাইন্ড উন্মোচন করে উচ্চপর্যায়ের দুর্নীতির বলি হওয়া সাধারণ মানুষের জীবনের গল্প। শুরু হয় সিস্টেমের অন্যায়ের বিরুদ্ধে তাণ্ডব।