

উৎসব
- G
- ২০২৫
- ১ ঘণ্টা ৫১ মিনিট
চাঁদরাতে মহাকৃপণ ও নিঃসঙ্গ জাহাঙ্গীরের জীবনে আচমকা এসে হাজির হয় তারই মৃত ভাই মোবারকের ভূত, সেই সঙ্গে পয়গাম দিয়ে যায় আরও তিন ভূতের আগমনের। ভূতেরা দেখায়, তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। জীবনের সেই অম্লমধুর অধ্যায় দেখে নতুন এক জীবন খুঁজে পায় জাহাঙ্গীর।