

আড়াল
- 13+
- ২০২২
- ৪১ মিনিট
মনপুরা দ্বীপের স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোররাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক পতিতার লাশ। সিদ্দিক ভেবে পায় না, তার ঘরে কীভাবে এল এই লাশ? এই গ্রামে সিদ্দিকের আপন বলতে মসজিদের বড় হুজুর ছাড়া আর কেউ নেই। সিদ্দিক তাকে বলতে গিয়েও ভয়ে ও লজ্জায় কিছুই বলতে পারে না। এই লাশ নিয়ে কী করবে সিদ্দিক?