সংসার আনলিমিটেড ট্রেলার
সংসার আনলিমিটেড ট্রেলার
- G
- 2022
- 1m
হাসিব এমন একজন মানুষ যে কাজ ছাড়া বাকি সবকিছুকে সময় নষ্ট মনে করে। সংসার সামলানো তার কাছে আহামরি কোনো বিষয় নয়। এই হাসিবই একদিন গিয়ে পৌঁছায় তার সহকর্মীর বাসায় একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে। কিন্তু সেখানে সে খুঁজে পায় এমন একদল বিচ্ছু, যারা তাকে শিখিয়ে দেয় সংসার সামলানো ঠিক কতটা কঠিন। এই শিক্ষাই পাল্টে দেয় হাসিবের চিন্তাভাবনা।